Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনে ডাইরিয়া ও নিওমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন যাবৎ বাড়ছে ডাইরিয়া ও নিওমোনিয়া রোগীর সংখ্যা। এর সবথেকে বেশি রোগীর সংখ্যা শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা-১৫২জন,মেডিসিন ওয়ার্ডে-১০জন সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮জন ডাইরিয়া রোগী ভর্তি হতে দেখাযায়। সদর হাসপাতাল ছাড়াও জেলার বিভিন্ন প্রাইভেট ক্লেনিকে প্রায় হাজার খানেক শিশু রোগীদের সেবা নিতে দেখা যায়।
হঠাৎ করে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু বিভাগের দায়িত্বে থাকা ডাক্তারদের বেশ হিমশিম খেতে হচ্ছে।
বিশেষগ ডাক্তার রা বলছেন আবহাওয়ার পরিবর্তনের কারনেই এমনি হচ্ছে। আরএকটি বিষয় জানাতে চাই যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের কর্মরত ডাক্তার গণ তাদের নিজ চেম্বারে গরিব রোগীদের বিনে পয়সায় রোগী দেখার কারণে এখানে পঞ্চগড় ও বীরগজ্ঞ ও দিনাজপুর থেকেও রোগীরা সেবা নিতে আসছেন।