Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : বৈশ্বিক প্রতিযোগিতায় উদপাদনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ঠাকুরগাঁও এর আয়োজনে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে প্রতিপাদ্য বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ঠাকুরগাঁও, ড. কে এম কামরুজ্জামান সেলিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও এর প্রতিনিধি,
মো: খলিলুর রহমান, সাধারন সম্পাদক বিসিক শিল্পনগরী মালিক সমিতি ঠাকুরগাঁও,মোঃ জোহুরুল হক, উপ ব্যবস্থাপক বিসিক, ঠাকুরগাঁও। সভাপতি ঠাকুরগাঁও প্রেসক্লাব মো: মনসুর আলী প্রমুখ।