ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

0
208
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড‌ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শীর বরাতদিয়ে পুলিশ জানান রোববার বেলা দেড়টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দলুয়া এলাকার পাহাড়িয়া চন্দ্রের ছেলে নিহত লক্ষ্মীচন্দ্র (২৮)।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, পুরাতন বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেলে করে লক্ষ্মীচন্দ্র গ্রামীণ চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন । পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লক্ষ্মীচন্দ্রের মৃত্যু হয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি ঠাকুরগাঁও।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here