
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ড্রাইভার ও অন্যান্যদের ট্রাফিক আইন বিষয়ক বিশেষ জ্ঞান প্রদানের জন্য ‘সোনালিকা ট্রাক্টর পার্টনার্স মিট ও ট্রাফিক সচেতনতা প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী শহরের সোনার বাংলা রিসোর্ট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সোনালিকা ট্রাক্টর এসিআই মটরস।
অনুষ্ঠানে বক্তব্য দেন, এসিআই মটরস লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার আতিয়ার রহমান, ঠাকুরগাঁও এড়িয়া ম্যানেজার মো. জহুরুল হক, ঠাকুরগাঁও সদরের সিনিয়র মার্কেটিং অফিসার মো. মাহবুজ্জামান অভি, ট্রাফিন ইনচার্জ চন্দন কুমার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
