ঠাকুরগাঁওয়ে ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0
131
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সকালে রুহিয়া থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু তাহের আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, রুহিযা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনরি রশিদ,রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ,ছাত্রনেতা সবুজ প্রমুখ।
সমাবেশে স্কুল কলেজের ছাত্রী,গৃহবধূ সহ ৫ শতাধিক নারী পুরুষ সহ সাধারণ মানুষ অংশ নেয়।
বক্তারা ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করে নতুন অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানান।সেইসাথে এই আইনের জন্য অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here