Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপন

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁওয়ের সর্বস্থরের মানুষেরা।
মঙ্গলবার(১৭ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতকা উত্তোলন শেষে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,ঠাকুরগাঁও প্রেসক্লাব,রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সমেলন কক্ষে এ আলোচনা সভার প্রারম্ভে জেলা পরিষদ চত্বরে বেলুন ও পতাকা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সম্মেলন কক্ষে এক আলোচনার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপি মাননীয় সংসদ সদস্য ও প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতি বিজড়িত কিছু কথা বলেন তিনি আরো বলেন দেশে করোনাভাইরাস ঠাকুরগাঁওয়ের মানুষকে সচেতন থাকার আহবান জানান । উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) নুর কুতুবুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ , আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আমিনুল ইসলাম , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভুকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব এ্যাডভুকেট মোস্তাক আলম টুলু এবং ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দীনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।