Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে নিজের খেয়াল-খুশীতে স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চলছে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু রায়হানের নিজস্ব খেয়াল খুশী মতো এমন অভিযোগ তুলেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ। আব্দুল করিম, মো: মঞ্জুর, মো: মানিক রতন সহ আরও অনেক অভিভাবক জাানান নিজের পেশাগত দায়িত্ব ঠিকমতো পালন না করে স্থানীয় রাজনীতির সাথে বেশি সক্রিয় থাকার চেষ্টা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান। তিনি যখন মনে চান তখন স্কুলে আসেন আর যখন মনে চায়না স্কুল আসেননা। এমনকি স্কুল চলাকালীন সময়ে তাকে বেশিরভাগ সময় স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে অকারনে রাজনৈতিক গল্প করতে দেখা যায়। তিনি ঠিক মতো ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন না অভিভাবকদের এমন অভিযোগ অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার বেলা ১১ টায় সরেজমিনে ১ নং গেদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত। তার অনুপস্থিতির কারন জানতে চাইলে কোন সহকারি শিক্ষক বা অফিস সহকারি সঠিক তথ্য এই প্রতিবেদককে জানাতে পারেননি। সে সময়ে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মুঠোফোনে এই প্রতিবেদক যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ওই বিদ্যালয়ের অফিসকক্ষে ঘুরে দেখা যায় সেখানে কোন দেওয়ালে টাঙ্গানো নেই বঙ্গবন্ধুর ছবি। এর কারন জানতে চাইলে অফিস সহকারি মো: দুলাল জানান বঙ্গবন্ধুর ছবিটি প্রধান শিক্ষক স্যার আলমারিতে ঢুকিয়ে রেখেছে। পরে টাঙ্গাবে। কেন টাঙ্গানো নাই এমন প্রশ্নের জবাবে উত্তর দিতে ব্যপক গরিমশি করে ওই অফিস সহায়ক। শেষে বলে সবকিছু আমাদের প্রধান শিক্ষক জানেন।
১ নং গেদুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ইদ্রিস আলী বলেন, অত্র বিদ্যালয়ে কোন ম্যানিজিং কমিটি না থাকায় নানা রকম দূর্নীতির সাথে লিপ্ত হয়েগেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু রায়হান। তিনি আরও বলেন, ২০১৩ সালের শেষের দিকে ৩ বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়েছিলো। সে থেকে আজ পর্যন্ত আর কোন কমিটি গঠন করা হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বার বার কমিটি গঠন করার কথা বললে তিনি আমাদের কারো কথা কর্ণপাত করেননা। তার খুঁটির জোর কোথায় আমরা বুঝিনা। আর এই কমিটি না থাকায় তিনি নিজের খেয়াল খুশীমতো স্কুল পরিচালনা করছেন। বিগত কমিটিতে তার স্বার্থ হাসিলের জন্য তিনি তার পছন্দ মতো সদস্য নির্বাচিত করেন। যে সদস্যের কোন সন্তান অত্র বিদ্যালয়ে পড়াশোনা করেন না। এছাড়াও নানা অভিযোগ আছে তার স্কুল পরিচালনার ক্ষেত্রে।
১ নং গেদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হাবিবুর রহমান তালুকদার জানান, অত্র বিদ্যালয়ের ২০১৩ সালের শেষের দিকে অবৈধ ভাবে অভিভবক সদস্য গঠন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান। যে সদস্যের কোন ছেলে অত্র বিদ্যালয়ে পড়াশোনা করেনা সে কিভাবে ম্যানিজিং কমিটির সদস্য হয় এবং মেয়দ শেষ হওয়ার পরেও কিভাবে ম্যানিজিং কমিটি ছাড়া স্কুল পরিচালনা করছে শিক্ষক আবু রায়হান? তিনি আরও বলেন, শুধু তাই নয় নানা রকম দুর্র্নীতি ও স্বেচ্ছাচারীতায় মগ্ন ওই শিক্ষক। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য তৈরি ওয়াশ বøক তিনি এখনো শিক্ষার্থীদের ব্যবহার করতে দিচ্ছেন না। আমরা এসব অনিয়ম কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে আবু রায়হানের শাস্তি দাবি করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছি। আমরা চাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা গ্রহণ করুক।
মুঠোফোনে আরও একবার ১ নং গেদুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে তাৎক্ষনিক ফোনের লাইনটি কেটে দেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা শিক্ষা অফিসার মো: আজিজার রহমান বলেন, আমি একটি অভিযোগ পত্র সূত্রে জানতে পারি ১নং গেদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মেয়াদউত্তীর্ন কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। আমি এই সমস্যাটি সমাধানের জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো ।