ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১শুভ উদ্বোধন করেন- এমপি রমেশ

0
178
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন ২০২১ এর শুভ উদ্বোধন করেন- ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি- রমেশ চন্দ্র সেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন স্কুল কলেজের দুই শতাধিক দৌড়বিদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ শহরের বালক উচ্চবিদ্যালয় বড়মাঠে শুরু হয়ে প্রায় ৫কিলোমিটার অতিক্রম করে শহরের বঙ্গবন্ধু মুজিব চত্তরে এসে শেষ হয়। সেখানে প্রথম থেকে ১০ম পর্যন্ত প্রতিযোগীতায় বিজয়ীদের ক্রেজদিয়ে পুরস্কৃত করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার- আব্দুল্লাহ- আল- মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আন্জুমান, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি-মুনসুর আলী, বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংবাদ কর্মীবৃন্দ সহ আরও অনেকে।
বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ এর প্রথম হয়েছেন সেনাসদস্য- আহসান হাবিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here