ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

0
205
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাওঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহিন (১৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
সোমবার (১৯ মার্চ) ডাবরী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে। এর আগে রবিবার (১৮ মার্চ) দিবাগত রাতে গুলিবিদ্ধ হয় সে।
আহত বাংলাদেশিকে ডাবরী ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শাহীন হরিপুর উপজেলা গেদুড়া ইউনিয়নের মধ্য গেরুয়াডঙ্গী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ডাবরী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে ডাবরী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ শাহীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here