ঠাকুরগাঁওয়ে বিজয় মেলায় অশ্লীল নৃত্য: সুশিল সমাজের প্রশ্ন কেন?

0
235
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামে শুরু হয়েছে বিজয় মেলা। আর এ মেলায় বসেছে জোনাকি অপেরা যাত্রাপালা। সেখানে যাত্রাপালায় অশ্লীল নৃত্য দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও সুশিল সমাজের অভিযোগ, ১৫ দিন ধরে মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান। এ গানের শব্দে একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট হচ্ছে।তেমনি পড়ালোখা করতে সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের।আর অশ্লীল নৃত্য ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুব সমাজকে।
এলাকার এসএসসি পরীক্ষার্থী আতিক রহমান বলেন, মেলার মাইকের বিকট শব্দের কারণে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না।
বালিয়াডাঙ্গীতে মেস খুঁজতে এসেছি। যাতে পরীক্ষার আগের কয়েকটা দিন পড়ালেখা করে প্রস্তুতি নিতে পারি।
হেলাল নামে আরেক পরীক্ষার্থী বলেন, বিজয় মেলা কমিটির লোকজন ‘জোনাকি অপেরা যাত্রাপালা’ নামে একটি যাত্রাদল নিয়ে আসছে। কিন্তু যাত্রাপালার পরিবর্তে এখানে চলছে অশ্লীল নৃত্য।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেন, আমি মেলা করতে বারণ করেছিলাম।
উল্টে আমাকেই হুমকি দিয়েছে। সারারাত এভাবেই চলছে অশ্লীল নৃত্য আর এতে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। এগুলো দেখে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এই বেহায়াপনার হাত থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল্লাহ হক প্রধান বলেন, মেলার কোন অনুমতি নেই, তবে তারা বিজয় মেলা করছে বলে আমি জানি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here