Daily Gazipur Online

ঠাকুরগাঁওয়ে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মসলিম ওরফে কোঠলা (৪০) নামে এক ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মসলিম ওরফে কোঠলা উপজেলার তোররা কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রমতে জানা গেছে, মসলিম ওরফে কোঠলা সেচ মালিক মনির উদ্দিনের পাম্প দিয়ে পাশের বিলে ইরি ক্ষেতে পানি নিতে গেছিল।
মসলিম এক হাত দিয়ে টিউবওয়েল চাপছিল আরেক হাত দিয়ে সুইচে চাপ দিতেই তৎক্ষণাৎ বৈদ্যুতিক শক লেগে মাটিতে মরে পড়ে থাকে।
১০ এপ্রিল শনিবার সকালবেলা বাড়িতে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখে মসলিম মাটিতে মরে পড়ে আছে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। মসলিম দুই ছেলে ও দুই কন্যার পিতা ছিল।
এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হয়েছে। এব‍্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।