Daily Gazipur Online

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ আমরা তোমাদের ভুলবো না। শহীদ বুদ্ধিজীবীদের সস্মরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক-ড.কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়
জেলার সকল দপ্তরের সরকারি কর্মকতা কর্মচারীরা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবার, শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদ দের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন। সম্প্রতি কুষ্টিয়ায় অনাকাক্ষিত ভাবে ঘটে যাওয়া এমন ঘটনা যেন এ বাংলার মাটিতে না ঘটে সে ব্যপারেও আলোচনায় আসে।