মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামের অসহায় দিনমজুর রেজাউল করিমের গর্ভবতী ছাগল পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলিল মাস্টারের আমবাগানের মধ্যে আবাদী হলুদ ক্ষেতে গতকাল দিনমজুর রেজাউল করিমের নিরীহ পশু গর্ভবতী ছাগল গেলে পূর্ব শত্রুতার জের ধরে জলিল মাস্টার ছাগলটিকে পিটিয়ে মেরে ফেলে ।
এঘটনায় অভিযুক্ত জলিল মাস্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ছাগলের মালিক দিনমজুর রেজাউল করিম জানান, এ ঘটনাটি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি। একজন শিক্ষক কিভাবে এমন নির্মম ভাবে গর্ভবতী ছাগলকে পিটিয়ে হত্যা করে । আমি এর বিচার চাই।
ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ছাগলটির মালিক বিষয়টি আমাকে অবগত করেছেন। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।