Daily Gazipur Online

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে একদিনে তিন শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দুই লক্ষ নগদ টাকা চুরি হয়েছে।
বালিয়াডাঙ্গী থানা ও চুরি হওয়া শিক্ষা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক রির্সোর্স সেন্টারে তালা ও গ্রীল ভেঙে চুরি সংঘঠিত হয়।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীগণ।
বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান,স্কুলের তিনটি স্টীলের আলমারী ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮৮ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা টাকা ছাড়া অন্য কোনো জিনিসে হাত দেয়নি।
অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক রির্সোস সেন্টারে স্টিলের আলমারী নগদ ১২ হাজার টাকা চুরি হয়েছে। এদিকে সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে তালা ভেঙে ঘরে ঢোকার সময় নৈশ্যপ্রহরীরা চোরের দলকে দৌড়ানি দেয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাবেবরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরি হওয়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামরার আওতাধীন। আমরা সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা করছি।