ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

0
234
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানী ঢাকার শান্তিনগর বাজারে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শাখাটি পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ব্রাদার্স টেলিকম। মঙ্গলবার ২৩ এপ্রিল, দুপুর ২.০০ ঘটিকায় এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এর ঢাকা দক্ষিণের রিজিওনাল হেড মোঃ মশিউর রহমান। শাখাটি উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এর এরিয়া ম্যানেজার এ.বি.এম ফজলে রাব্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র সেলস্ ম্যানেজার খোন্দকার সাগর হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি আমিনুল ইসলাম বুলু, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার মোঃ আওলাদ হোসাইন (রাজিব), ‘মা’ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন। এজেন্ট ব্যাংকিংয়ের শাখার স্বত্বাধিকারী মোঃ জালাল আহমেদ মৃধা জানান, শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যলেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে। এই ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here