Daily Gazipur Online

ডা.সাবরিনা ও রিজেন্ট সাহেদের ব্যাংক হিসাব জব্দ

এস,এম,মনির হোসেন জীবন : জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা.সাবরিনা আরিফ চৌধুরী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এছাড়া এবিষয়ে তাদের দুইজনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য আগামী ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকালে এ বিষয়ে জানতে এনবিআর কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীন ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা মোতাবেক তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। কর নথিতে থাকা তাদের আয়-ব্যয় খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর’র ওই কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে সব তফসিলি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আাগামী সাতদিনের মধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।