Daily Gazipur Online

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মুরসালিন নোমানী। ৫২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৩৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমকালের মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। আবু আল মোরছালীন বাবলা পেয়েছেন ২৩৮ ভোট।
আরো নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল (আইবি টিভি); যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এইজ), সাংগঠনিক সম্পাদক পদে মইনুল হাসান সোহেল (ইনকিলাব); দপ্তর সম্পাদক পদে জাফর ইকবাল (দৈনিক সংগ্রাম); তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী-(পূর্বাপর); ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) এবং আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিং বিডি) নির্বাচিত হয়েছেন৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত)।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), আজিজুর রহমান (রহমান আজিজ) (ঢাকা টাইমস), রুমানা জামান (ভোরের কাগজ), মো. মাহবুবুর রহমান (বিটিভি), রফিক রাফি (নিউনেশন), নার্গিস জুঁই (বিটিভি) ও জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ)৷
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন
জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক যুক্ত বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ।
বিবৃতিতে নেতৃদ্বয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।