Daily Gazipur Online

ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের পিতৃবিয়োগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বার্তা সংস্থা পিএনএস নিউজের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রধানের বাবা মোঃ সামছুল হক প্রধানিয়া (৯৭) মঙ্গলবার ভোরে (৫.৪০) ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, অ্যাপেলো ও ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেন।
মৃতুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে যান। তার বড় ছেলে মোঃ শাহজাহান মিয়া বনানী বিদ্যা নিকেতনের সিনিয়র শিক্ষক, মেঝো ছেলে জাহাঙ্গীর আলম প্রধান জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া প্রধান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক, সেঝো ছেলে মোঃ আলমগীর হোসেন প্রধান একটি বেসরকারি প্রতিষ্ঠানের জিএম, ছোট ছেলে মোঃ মহিউদ্দিন আহমেদ রাজধানীর একটি স্কুলের প্রধান শিক্ষক।
মোঃ সামছুল হক প্রধানিয়া পাবিবারিকভাবে অত্রাঞ্চলের সালিশ-বিচার করতেন। কর্মজীবনে তিনি পাট ও তামাক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুম মোঃ সামছুল হক প্রধানিয়ার লাশ চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুমের জানাজা বাদ আসর।