Daily Gazipur Online

ডিপিআই সভাপতি নির্বাচিত হলেন আবদুস সাত্তার দুলাল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ডিসএবল্ড পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই) এর সভাপতি হিসেবে আবদুস সাত্তার দুলাল নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চল সম্মানিত হয়েছে।১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিপিআই এর এক বিশেষ জেনারেল সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিকেএস এর পরিচালক অ্যাডমিন, এইচআর মোঃ আব্দুল আজিজ খান এ তথ্য নিশ্চিত করেন।
১৯৮১ সালে কানাডার উইনিপেগে প্রতিষ্ঠিত ডিসএবল্ড পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই) হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা এবং অন্তর্ভুক্তির জন্য একটি বিশ্বব্যাপী আন্দোলন মূখী আন্তর্জাতিক সংগঠন। এটির শাসন কাঠামোর সৃষ্টিতে বর্তমানে ১৪০টি জাতীয় সংগঠন, ৬টি আঞ্চলিক পরিষদ সহ বিশ্ব পরিষদ ও বিশ্ব কাউন্সিলর এবং তাঁদের নির্বাচিত নির্বাহী বোর্ড আছে। সভাপতি হলো সংগঠনের সর্বচ্চো পদ বা ডিপিআই এর প্রধান। ইহা কাজ করে ছয়টি অঞ্চলে: ইউরোপ, ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা/ক্যারিবিয়ান, আফ্রিকা, আরব রাষ্ট্র এবং এশিয়া-প্যাসিফিকে। ডিপিআই বিশ্বব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার মধ্যে রয়েছে জাতিসংঘ কর্তৃক গৃহীত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (ইউএনসিআরপিডি) এবং তাঁদের জাতীয় সংগঠনসমূহের মাধ্যমে বহু দেশে এই সনদ স্বাক্ষরিত হয়েছে ও বিভিন্ন আইন ও পলিসি অনুমোদিত হয়। এটি তৃণমূল পর্যায় হতে শক্তিশালী সমর্থনের মাধ্যমে বৈষম্য এবং বর্জনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।


মি. দুলাল ১৯৬০ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে মি. দুলাল এক মৃত্যুমূখী দুর্ঘটনা থেকে বেঁচে যান, কিন্তু তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। ১৯৮২ সাল হতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আন্দোলনে যোগদানের পর থেকে তিনি বিপিকেএস, ন্যাডপো সহ ৩০টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) প্রতিষ্ঠা করেছেন। তিনি ৭১টি দেশের বিভিন্ন কর্মসূচীতে প্রতিনিধিত্ব করেছেন, মূল বক্তা হিসাবে বহু কর্মসূচীতে বক্তব্য দিয়েছেন এবং জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএলও, জাইকা, ইউএসএআইডি, এডিবি, সিবিএম, অজএইড, বিএফটিডব্লিউ এবং আরও অনেক সংস্থার পলিসি পর্যায়ে সহযোগিতা দিয়েছেন।
মিঃ দুলাল UNESCAP এর উচ্চ মর্যাদাপূর্ণ ‘ডিজএ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন’ পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তিনি অর্জন করেছেন। ১৯৯২ সাল থেকে, তিনি জাতিসংঘেরি বিভিন্ন কর্মসূচীতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে, জনাব দুলাল বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মানের পরিবর্তন হয়েছে, জনসাধারণের ধারণার পরিবর্তন হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে করদাতা সৃষ্টি হয়েছে এবং পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে, এমন সংস্থাগুলি তার উদ্যোগের ফলে প্রতিনিধিত্বমূলক কাজে শক্তিশালী হয়েছে। মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সকলের জন্য গ্রহণযোগ্য, উপভোগ্য এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য তার কাজ অব্যাহত রয়েছে।