
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার ঠেকাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে অভিযান শুরু করেছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা শহরে প্রায় ৫০ হাজার পুলিশ সদস্য রয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা সবাই যেন জাতির এই দুর্দিনে সবার মাঝে ছড়িয়ে পড়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে। তিনি ডেঙ্গু প্রতিরোধে মহানগরবাসীকে এগিয়ে আসার আহ্বান করেন।
তিনি আরও বলেন, ডিএমপিতে প্রায় ৫০ হাজার পুলিশ সদস্য বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, ব্যারাক, থানা কম্পাউন্ডার, পুলিশের অফিস ইউনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছেন । নিজ নিজ এলাকায় পুলিশ সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।
শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অভিযান নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যেখানে পুলিশ সদস্যদের আবাসিক ভবন, সকল ব্যারাক, থানা কম্পাউন্ডার ও পুলিশের অফিস ইউনিটসহ সব জায়গায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। স্ব স্ব ইউনিট প্রধানদের নেতৃত্বে এ অভিযান চলবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন,পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরপর এডিস মশার লার্ভা ধ্বংস করতে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সচেতন হতে হবে। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করতে হবে। তবে, ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুণ বেড়েছে।এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি আরও বলেন, যেমন পুলিশ লাইনস্, অফিস যেমন- ডিসি অফিস, থানা, ফাঁড়ি, কন্ট্রোলরুম, মেস ও ডাইনিং ইত্যাদি স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। এ অভিযানে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা জানি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এডিস মশার কারণে। এই এডিস মশা ড্রেনে, স্বচ্ছ ও বদ্ধ পানিতে, পুকুরের আবর্জনা, ফলের খোসা ও ফুলের টবে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। আমরা এডিস মশা নিধনের ঔষধ ও ফগার মেশিন কিনেছি। ফগার মেশিনের মাধ্যমে আমরা ঔষধ ছিটিয়ে এডিস মশার লার্ভাকে ধ্বংস করব।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আর যদি এডিস মশার লার্ভাকে ২৪ ঘন্টার মধ্যে ধ্বংস করতে পারি তাহলে আমাদের আর ডেঙ্গু ছড়াবে না। ইতোমধ্যে আমরা পুরাতন গাড়ি বিভিন্ন সরঞ্জামাদি গাড়ির টায়ার টিউব যেখানে রয়েছে তা পরিস্কার করা হচ্ছে, যাতে পানি জমা না হয় সে উদ্যোগ আমরা নিয়েছি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৬০-৭০ লক্ষ মানুষ গ্রামে যাবে। এখনই যদি ঢাকার এডিস মশা নিধন করতে না পারি তাহলে ডেঙ্গু গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আমরা শুধু ডিএমপি’র ইউনিটগুলো পরিস্কার করছি না, ডিএমপি’র বিভিন্ন থানার ৩০২ বিটের পাড়া মহল্লায় সচেতনতা কর্মসূচি গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও ডিসিদের নির্দেশ দিয়েছি।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, এছাড়াও সিটি কাউন্সিলর ও কমিউনিটি পুলিশ সাথে নিয়ে মহল্লাবাসীদের একত্রিত করে সবাইকে সচেতন করে যার যার এলাকায় স্বচ্ছ পানি জমা রয়েছে যেখানে এডিস মশার প্রজনন হতে পারে সেসব এলাকা পরিস্কার করে ঔষধ ছিটানোর জন্য বলা হয়েছে। আমরা যদি পুরো শহরকে এভাবে পরিস্কার পরিচ্ছন্ন করি তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে।
তিনি বলেন, এডিস মশা নিধন করে, মশার লার্ভাকে ধ্বংস করে এই ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে আমরা সুরক্ষা দিতে সহায়তা করতে পারব। এজন্য চাই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার রাজারবাগ অডিটরিয়ামে ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।






