

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গীর ন্যাশনাল টিউবস সড়কের ওই গুদামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে পর বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
উপ সহকারী পরিচালক( ঢাকা জোন ৩)সাইফুজ্জামান বলেন, বলেন, এটি ডেসটিনি গ্রুপের একটি গুদাম। মঙ্গলবার সকালে স্থানীয়রা আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা থেকে আরো দুইটি ইউনিটের আপদকালিন কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।গুদামের ভেতরে থাকা টিভি,রাউটারসহ নানা টিভি,ফ্রিজ,রাউটার ও প্রসাধনী সামগ্রীসহ গুদামে থাকা নানা মালামাল পুড়ে গেছে । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নি।
অতিরিক্ত উপ পুলিশ কমিশন মো.হাসিবুল আলম বলেন,আদালতের আদেশে পুলিশ এই গুদাম দেখভালের দায়িত্বে রয়েছে।এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হবে।
