Daily Gazipur Online

ঢাকাবাসীর চলাচলে ডিএমপি নির্দেশনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বাসিন্দারা যেকোনো মাধ্যমে চলাচল করতে পারবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এমনকি, হোটেল ও বেকারিগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যদের পাঠানো বার্তায় এসব কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেছেন, খাবারের দোকান খোলা থাকা নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। এই শহরে অনেকেই আছেন, যাদের রান্নার সুযোগ নেই। তাই খাবারের দোকান খোলা রাখা যাবে। এ ক্ষেত্রে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
তবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চাইলে দোকানে বসেও খাওয়া যাবে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে, তাদের কর্মীদেরও কাজ করার সুযোগ দিতে হবে। একজন ব্যক্তি যেকোনো মাধ্যম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করতে পারবেন। তবে, সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করত হবে।
জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী ও টেকনিশিয়ান, সিটি কর্পোরেশন ও নিরাপত্তা প্রহরীদের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। তাদের বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় সামাজিক দূরত্ব মেনে পেশাদারী আচরণ করতে।