
মামুনুর রশিদ,ঠাকুরগাঁও : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘টাঙ্গন’ ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি এর নতুন কমিটি গঠন হয়েছে। ১৫ই ডিসেম্বর রবিবার প্রকাশিত নতুন কমিটিতে হারুন অর রশিদকে সভাপতি ও ফজলে রাব্বি জয়কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ঠাকুরগাঁও জেলা স্কুলের সাবেক মেধাবী শিক্ষার্থী তালহা জুবায়ের।
তালহা জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। সংগঠনটির উপদেষ্টা হিসাবে মনোনীত হয় মোস্তাক আহমেদ সোহাগ, মুবিন ইবনে হাসান প্রমুখ।

তালহা জুবায়ের আমাদের প্রতিনিধিকে বলেন,ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। একজন ছাত্র পারে সমাজকে পরিবর্তন করতে। আমাদের সংগঠন ঠাকুরগাঁওয়ে থেকে আগত সকল ছাত্র/ছাত্রীর জন্য কাজ করবে। আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ ভাবে পালন করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সাথে নিরলসভাবে কাজ করবো।






