
ডেইলি গাজীপুর প্রতিবেদক : তাঁতী লীগ দক্ষিণখান থানার ত্রি-বার্ষিক সম্মেলন দক্ষিণখান থানা কাওলার বাজার সংলগ্ন কাজী ফার্মস্ কিচেন এর সম্মুখে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সম্পাদক সাবেক সফল স্ব-রাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ্যাড. সাহারা খাতুন, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ এর সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস সহ-সভাপতি বাংলাদেশ তাঁতী লীগ ও মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ তাঁতী লীগ। সম্মেলনের উদ্ধোধন করেন আলহাজ্ব হামিদ আহমেদ সভাপতি তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস.এম মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর। উক্ত সম্মেলনে আগামী তিন বৎসরের জন্য সর্ব সম্মতিক্রমে দক্ষিণখান থানার তাঁতী লীগের সভাপতি মনোনীত করা হয় মোঃ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মনোনীত করা হয় সিদ্দিকুর রহমানকে।






