এস,এম,মনিরহোসেন জীবন : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পা্টোয়ারী বিপিএম(বার) বলেছেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশ হলো বাংলাদেশ পুলিশের আয়না । ডিএমপি’র সাফল্য ও অর্জন হলো বাংলাদেশ পুলিশের সাফল্য ও অর্জন ।
আইজিপি বলেন,ডিএমপি’র ডিবি’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় । এছাড়াও ২০১৬ সালে প্রতিষ্ঠার পর অল্প সময়ে ডিএমপি’র সিটিটিসি’র কার্যক্রম দেশ ছাড়াও বিদেশেও ব্যাপক সুনাম অর্জন করেছে ।
তিনি শনিবার দুপুর ১২টায় রাজধানীতে গোয়েন্দা পুলিশ ডিবি-সিটিটিসি কম্পাউন্ডে সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের শুভ উদ্বোধনী এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরে আইজিপি ডিবি-সিটিটিসি কম্পাউন্ড পরিদর্শণ শেষে তিনি এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন ।সিটিটিসি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম(বার) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার),পিপিএমসহ ডিবি ও সিটিটিসি’র কর্মকর্তাগণ সহ উর্ধ্বতন কর্মকর্তারা সাথে ছিলেন ।এ সময় ডিবি’র সাফল্য ও অর্জন তুলে ধরেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন বিপিএম,পিপিএম এবং সিটিটিসি’র সাফল্য ও অর্জন তুলে ধরেন সিটিটিসি’র উপ-পুলিশ কমিশনার এ এইচ এম আবদুর রকিব বিপিএম,পিপিএম-বার ।