ঢাকা সহ দেশে কারাগার গুলোতে চিকিৎসক, কারারক্ষী ও বন্দিসহ ৫৮জন করোনায় আক্রান্ত

0
201
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ঢাকাসহ দেশের কারাগার গুলোতে একজন চিকিৎসক সহ প্রায় ৫৮জন কারারক্ষী এরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৪শজন কোয়ারেন্টিনে আছেন।
কারা অধিদপ্তরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন আজ বুধবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস শুরু থেকে এখন পর্যন্ত কারাগার-সংশ্লিষ্ট ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে ৫৪ জন কারারক্ষী, দুজন বন্দি, একজন চিকিৎসক এবং একজন দর্জি রয়েছেন। তবে, এখন পর্যন্ত তারা সুস্থ আছেন।
কারা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, আক্রান্তদের মধ্যে মোট ১৪ জন সুস্থ হয়েছেন। আবার কেউ আইসোলেশনে আছেন। কেউ কেউ আবার কাজে যোগদানও করেছেন। আক্রান্ত কারারক্ষীসহ সবার জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here