Daily Gazipur Online

ঢাকা সিটি নির্বাচনে তুরাগ থানায় নির্বাচনী প্রচার প্রচারনা

মোঃ শাহজালা দেওয়ান: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীর মাঝে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার পরই গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ বিএনপি ও অন্যান্য দলের কাউন্সিল ও মেয়র প্রার্থীরা তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দিন (লাঠিম মার্কা) ও সংরক্ষিত মহিলা আসন ৫২,৫৩,৫৪ মহিলা কাউন্সিলর কমলা রানী মুক্তা ঠেলাগাড়ী মার্কা) নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। বুধবার রাতে তুরাগ থানার সিরাজ মার্কেট এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়,পশ্চিম রানাভোলা বায়তুল মোকাররমের জামে মসজিদের সভাপতি আব্দুর রব মিয়ার উদ্যোগে নির্বাচনী প্রচার-প্রচারণা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লেহাজ উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউর রহমান,সাবেক মেম্বার আব্দুল হামিদ সম্পাদক,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদিকুর রহমান বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান তুরাগ থানা আওয়ামী লীগ নেতা হযরত মুহাম্মদ, হাজী মোহাম্মদ আজিজ মেম্বার ,তুরাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ। এ সময় সিরাজ মার্কেট এলাকা শত শত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে আতিক ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন এসব শোলগানে মুখরিত ছিল মার্কেট এলাকা। নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুর রহমান এর নৌকা মার্কা, সিটির ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের লাটিম মার্কা এবং সংরক্ষিত মহিলা আসন ৫২ ৫৩,৫৪ নং ওয়ার্ডের কমলা রানী মুক্তার জন্য ঠেলাগাড়ী মার্কা ভোট চেয়ে গণসংযোগ, মিছিল, জনসভা করেন। প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বলেন হরিরামপুর ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের রুপান্তরিত হওয়ার পরে গত ১০ মাস আগে নির্বাচনে এই এলাকায় আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম, আশা করি আপনারা আমাকে এবারও বিপুল ভোটে ভোট জয় যুক্ত করবেন। বলেন তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিলে গ্রামকে শহরে রুপান্তরিত করে দিবো আমরা ঢাকা উত্তর সিটির তুরাগ থানার এই অবহেলিত রাস্তাঘাট আর দেখতে চাই না,আমরা ছেলে মেয়েদের খেলার মাঠ দেখতে চাই,কমিউনিটি সেন্টার দেখতে চাই আমি নির্বাচিত হলে আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাব। তিনি সকলের ভালোবাসা ও দোয় সাথে নিয়ে নৌকা,লাঠিম এবং ঠেলাগাড়ী মার্কা ভোট চেয়ে অনুষ্ঠান শেষ করেন। উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।