Daily Gazipur Online

তথ্য মন্ত্রী হাসান মাহমুদকে কাপাসিয়া সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়ায় ( গাজীপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন তথ্য মন্ত্রী হাসান মাহমুদ কে ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। ৭ জানুয়ারি বিকালে সাংবাদিক ইউনিয়নের কাপাসিয়া কার্যালয়ে আলোচনা সভায় অভিনন্দন জানানো হয়।
সংগঠনের আহবায়ক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন সিকদার, সদস্য দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আসাদুল্লাহ মাসুম, বাংলাদেশের খবর প্রতিনিধি মুন্জুরুল হক, খোলা কাগজ প্রতিনিধি শরিফ সিকদার, আজকালে খবর প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, মুক্ত খবর প্রতিনিধি আকরাম হোসেন হিরণ, মুক্ত বলাকা প্রতিনিধি মুহিত আল হাসান, অদম্য বাংলা প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস প্রমূখ অভিনন্দন জানিয়েছেন।