তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানে সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির একটি কারাগারে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দন্ডপ্রাপ্ত বন্দিদের শুরু করা এক দাঙ্গার ঘটনায় তিন কারারক্ষী ও ২৯ বন্দি নিহত হয়েছেন। সোমবার তাজিকিস্তানের বিচার মন্ত্রণালয় এ খবর দিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারটিতে প্রায় ১ হাজার ৫০০ বন্দি ছিলেন। কারাগারে বন্দি আইএস জঙ্গিরা ছুরি মেরে তিন নিরাপত্তা রক্ষী ও পাঁচ বন্দিকে হত্যা করলে দাঙ্গা শুরু হয়। এরপর কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ২৪ জঙ্গি নিহত হন। এ ছাড়া ২৫ জনকে গ্রেফতার করা হয়। দাঙ্গার উস্কানিদাতাদের মধ্যে একজন বেখরুজ গুলমুরাদ তাজিকিস্তানের স্পেশাল ফোর্সের সাবেক কর্নেল গুলমুরাদ খালিমোভের ছেলে। খালিমোভ ২০১৫ সালে পক্ষত্যাগ করে ইসলামিক স্টেটে যোগ দিয়েছিলেন। তারপর সিরিয়া গিয়ে নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়টি বিবৃতিতে জানিয়েছে। গত নভেম্বরে তাজিকিস্তানের আরেকটি কারাগারে হওয়া দাঙ্গার দায় স্বীকার করেছিল আইএস। এর আগে ওই বছরের জুলাইতে আইএস তাজিকিস্তান ভ্রমণে আসা পশ্চিমা পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here