তানোরের চন্দন কোঠায় হেরিংবন্ড রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন

0
161
728×90 Banner

স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি: তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড, চন্দন কোঠা গ্রামে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে হেরিংবন্ড রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছ।
জানা গেছে ১২মার্চ (শনিবার) দুপুরে, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে তানোর উপজেলার ১ং কলমা ইউনিয়ন (ইউপির) চন্দন কোঠা গ্রামে হেরিংবন্ড রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন; স্থানীয় সাংসদ প্রতিনিধি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম (স্বপন) প্রবিন আ’লীগ নেতা আতাউর রহমান, সাংবাদিক’ সানাউল্লহ (স্বপন)সহ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ
চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেনঃ সন্মানিত কলমা ইউপিবাসি আপনারা অবগত আছেন যে” তানোর-গোদাগাড়ী উপজেলার উন্নয়নের রুপকার আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, আপনারা নৌকার তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় নিশ্চিত করবেন, আমি আপনাদের সুখ-সমৃদ্ধি জীবন ও জিবীকার জন্য অত্র এলাকার শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব।
এই উন্নয়ন বঞ্চতি বরেন্দ্রভূমি তানোর-গোদাগাড়ীর কাঁনায়-কাঁনায় উন্নয়নে নৌকা বেয়ে যাব।
তিনি কথা দিয়েছিলেন, আপনারা যদি আমার সাথে থাকেন আমি তানোরে এক ইঞ্চিও রাস্তা কাঁচা রাখব না।
তাই একটি উন্নত আধুনিক ডিজিট্যালি তানোর উপজেলা গড়ে তুলার অভিপ্রায়ে ও আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকা তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় নিশ্চিত করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here