Daily Gazipur Online

তানোরে করোনার র‌্যাপিড টেস্ট শুরু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজশাহী তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারে পথচারীদের মধ্যে করোনার র‌্যাপিড টেস্ট শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নমুনা সংগ্রহ করেন। এ সময় ভ্রাম্যমান পথচারী ও হাট-বাজারের দোকানদারের মাঝে মাক্স বিতরণ করা হয় এবং করোনা টেস্টে উদ্বুদ্ধ করা হয়।
এ দিকে তানোরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহের এমন উদ্যোগে নেওয়া হয়েছে বলে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানিয়েছেন। এই টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে তানোর উপজেলায় কঠোর লকডাউন ঘোষণা হবে কি না। এছাড়া রাজশাহী থেকে তানোর কিংবা তানোর থেকে রাজশাহী সকল প্রকার যানবাহান ও জন সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
এ পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো মোট ১৯৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন দুই জন। মঙ্গলবার পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন প্রায় ১৩০ জন রোগী আর চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।