Daily Gazipur Online

তানোরে প্রধানমন্ত্রীর ২য় পর্যায়ে ১’শ ৫জন ভুমিহীন পরিবারকে বাড়ি প্রদান

সানাউল্লাহ, তানোর রাজশাহী : মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রীর ২য় পর্যায়ে ১’শ ৫জন ভুমিহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।
আজ (২০ জুন) রবিবার সকালে তানোর উপজেলা অডিটোরিয়াম রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় পর্যায়ে সারাদেশের ন্যায় একযোগে ১’শ ৫টি ভুমিহীন পরিবারকে বিনামুল্যে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রাশসক আব্দুুল জলিল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, সরনজাই ইউনিয়ন পরিষদের আব্দুল মালেক, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।