Daily Gazipur Online

তানোরে সার কালোবাজারী করায়, “আটক”ভ্রাম্যমান আদালতে ডিলারের জরিমানা

স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ বাজার থেকে সার কালো বাজারে পাচার করার সময় স্থানীয় জনতা সার আটক করে।
জানা গেছে গত কাল ১৭-আগস্ট (বুধবার) সকাল ৭-০০ মিনিটের সময় বিসিআইসি সার ডিলার বিকাশ সার পাচার করছিল, এসময় স্থানীয় জনতা কামারগাঁ বাজারে সারগুলো আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বেলা ১১-০০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে (বিসিআইসি)’র সার ডিলার বিকাশকে ২০ হাজার টাকা জরিমানা করেন।