

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় উত্তরা পশ্চিম থানা বিএনপির উদ্যোগে এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য ও উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ঢাকা ১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,আমাদের প্রিয় নেতা তারেক রহমান এতই জনপ্রিয় যে তার জনপ্রিয়তায় ভীত হয়ে খুনি হাসিনা তাকে দেশে থাকতে দেয়নি। তাকে জোরপূর্বক বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তারেক রহমান আজ বাংলাদেশের আশার প্রতীক। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা অন্যায় ভাবে কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু বের করে ক্লান্ত হননি তাকে অন্যায় ভাবে জেলে নিয়ে ৮ বছরসাজা দিয়েছে এখন তিনি অসুস্থ।
গত পাচ্ছি আজও কষ্ট এ দেশ গণতান্ত্রিকভাবে স্বাধীন হয়েছে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের মানুষকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু কি এখনো তার কিছু প্রেতাত্ম্য দোসর বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে যারা এখনো বিভিন্ন সময় অপকর্ম করে যাচ্ছে। দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ন আহবায়ক ফ্রিজ আলম ইমাম শরীফ বাবু তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আলমাস আলী ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ,উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহবায়ক রতন তাহের মৃধা, লুৎফর রহমান,লিয়াকত আলি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।






