তালায় অসহায় বিধবাকে কুপিয়ে যখম : হাসপাতালে ভর্তি

0
175
728×90 Banner

এম আর জামান টিপু তালা(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে আকলিম বেগম (৫২) নামের এক অসহায় বিধবাকে কুপিয়ে যখম করেছে প্রতিবেশি মৃত সামছের মোড়লের পুত্র লতিফ মোড়ল। ঘটনাটি ঘটেছে উপজেলার জালালপুর গ্রামে।সে জালালপুর গ্রামের মৃত দাউদ মোড়লের স্ত্রী। আকলিমা বেগম তালা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসাধীন আকলিমা বেগম জানান,তার স্বামী ও সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে ৪ শতাংশ জমির উপর কোন রকমে বসবাস করে আসছি। স্বামী মারা যাওয়ার পর থেকে একই এলাকার মৃত সামছের মোড়লের ছেলে লতিফ মোড়ল (৩৫)গংরা তার বসত বাড়ির দখলের পায়তারা করে আসছে। সে প্রায় জমি জবর দখলের জন্য আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। হঠাৎ রবিবার সকালে তার সবত বাড়ি দখল নিতে যায় এসময় আকলিমা বেগম বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। তার মাথায় দাঁ দিয়ে কোপ মারতে গেলে হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের দু’টি আঙ্গুল কেটে যায়। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্য্রে ভর্তি করে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব সরদার এ প্রতিবেদক কে বলেন, আহত আকলিমা বেগম এর হাতের ক্ষত স্থানে ৫ টি সেলাই দেওয়া হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত লতিফ মোড়ল তার ধারলো অস্ত্রে হাত কাটার বিষয়টি স্বীকার করে বলেন, ভাই এটা অমার অনিচ্ছায় ঘটে গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,ঘটনাটি শুনেছি তবে থানায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here