তিলের তেল দিয়ে চুলের যত্ন

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর লাইফস্টাইল: চুল ঝরে পড়া, আগা ভেঙে যাওয়া, কিংবা উকুন হওয়ার মতো সমস্যাগুলো নিয়ে সংকটে নেই এমন মানুষ কমই আছে। সেকারণেই নিজের যতেœর সময় সর্বাধিক গুরুত্ব দিতে হয় চুলকে। জেনে নিন কী করে তিলের তেল দিয়ে চুলের যতœ করবেন।
মাথায় উকুন হলে সংকটের শেষ নেই। তিলের তেলের মধ্যে নিম পাতা নিয়ে, একটু মাইক্রোওভেন বা চুলায় গরম করে নিয়ে মাথার স্ক্যাল্প এ ঘসে ঘসে লাগান। পুরো চুলে ভালো করে লাগাতে হবে নইলে উকুন দূর হবে না। দু ঘণ্টা পরে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত করলে উকুন দূর হবে প্লাস চুলে ঝলমলে ভাব আসবে।
চুলে খুশকির সমস্যা থাকলে বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকলে রোজ রাতে তিলের তেল মাথায় দিয়ে সকালে শ্যাম্পু করবেন। তিলের তেলের সঙ্গে এক চামচ মেথি ফুটিয়ে নিলে আরো ভালো হয়।
চুল ড্যামেজ হয়ে থাকলে, একটা পাকা অ্যাভোকাডো নিয়ে তাতে মেশান তিলের তেল। এবার পুরো চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার করলে ভালো উপকার পাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here