Daily Gazipur Online

তুরাগে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দন ও সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির আহ্বানে, ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের তত্ত্বাবধায়নে, “গাছ লাগান, পরিবেশ বাচান” শ্লোগানে ৩ মাসব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে, তুরাগ থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে । বুধবার ( ১ জুলাই ) ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিন্টুর সার্বিক পরিচালনায় এ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম রিপন, কৃষকলীগ নেতা মোঃ আব্দুস সালাম, আবু কাউসার, মোঃ জুয়েল মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, গাজী কাউসার, মোঃ আল আমিনসহ কৃষকলীগের বিভিন্ন নেতৃবৃন্দ । এ সময় ৫৪নং ওয়ার্ডের কয়েকটি স্পটে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি সহ শতাধিক বৃক্ষ রোপণ করা হয় । পর্যায়ক্রমে আরও বৃক্ষ রোপণ করা হবে বলে জানান ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের সংগ্রামী সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিন্টু ।