Daily Gazipur Online

তুরাগে গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগ থানাধীন নয়ানগর এলাকায় রিনা আক্তার (২৯) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ( ২৬শে ডিসেম্বর ) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয় । নিহত রিনা আক্তার তুরাগের নয়ানগর চেয়ারম্যান বাড়ির মোড় এলাকার ছামুদ আলীর মেয়ে । পরিবারের সদস্যদের বরাত দিয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব বলেন, নিহত রিনা আক্তার স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতো, ঘটনার দিন লাঞ্চের সময় কর্মস্থল থেকে বাসায় আসে রিনা আক্তার । পরবর্তী সে কর্মস্থলে না গিয়ে বাসায় থাকে এবং দীর্ঘক্ষণ মোবাইল ফোনে তার বর্তমান স্বামীর সাথে কথা বলে । এক পর্যায় সন্ধ্যা ৬টার দিকে তাদের বাড়ির পরিত্যাক্ত একটি মাটির ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের আড়ার সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যরা আঁচ করতে পেরে থানায় খবর দেয় । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন । এই ব্যাপারে তুরাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সফিউল­াহ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে । এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছিলো ।