তুরাগে ছাত্রলীগ নেতার কোপের আঘাতে মাদক ব্যবসায়ী গুরুতর আহত

0
388
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তুরাগে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের হিসেবে স্থানীয় মাদক ব্যবসায়ী মো: রবিন (২২)কে কুপিয়ে গুরুতর আহত করেছে তুরাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় লোকজর উদ্বার করে উত্তরা কার্ডিও কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানী তুরাগের চন্ডালভোগ বঙ্গবন্ধু সমাজকল্যাণ সংসদের সামনে প্রকাশে দিবালোকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মাদকের দেনা পাওনা নিয়ে তুরাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা বাঁধন ও মাদক ব্যবসায়ী রবিনের মধ্যে মনোমালিন্য ও দ্বন্দ চলছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে তুরাগের চন্ডালভোগ গ্রামের বঙ্গবন্ধু সমাজকল্যাণ সংসদের সামনে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া বাঁধে। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে ধমক দেয় এবং কিছু সময় পর বাঁধন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রকাশ্যে মাদক ব্যবসায়ী রবিনকে এলোপাথাড়ি হাতে কুপিয়ে জখম করে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রবিনকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্বার করে উত্তরা কার্ডিও কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে রবিণ অত্র হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত তুরাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধনের সাথে যোগাযোগ করলে সে মারামারির ঘটনার সত্যতা স্বীকার করেন।
এবিষয়ে ডিএমপি তুরাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছে। আহত ছেলেটির পরিবারের কেউ মামলা দায়ের করতে এখনও আসেনি। আসলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পরে এবিষয়ে তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ঘটনা যদি সত্যি হয় এবং তদন্ত করে তার সঠিক প্রমান পাওয়া যায় তাহলে বাঁধনের বিরুদ্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তুরাগ থানা ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম বলেন, তুরাগ থানা ছাত্রলীগ কাউকে মাস্তানির লাইসেন্স দেয় নাই। অবশ্যই এ ঘটনার সাথে বাঁধন জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, গত ০৩ মার্চ ২০১৯ তারিখে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। যার মধ্যে আহত মাদক ব্যবসায়ী রবিন ও ছিল। এছাড়া তুরাগ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধনের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)তে উত্তর বিভাগে দুটি মাদক মামলা ছিল। বর্তমানে মামলা গুলো আদালতে চলমান রয়েছে, ছাত্রলীগ নেতা বাধন বর্তমানে জামিনে আছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here