স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ঢাকা মহানগর (উত্তর) এর যুগ্ন আহবায়ক ও সাবেক তুরাগ থানার সভাপতি জমির বখশ এর প্রয়াত পিতা মোহাম্মদ জলিল বখশ’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট, ২০২৫) বাদ আসর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় মসজিদে বিশেষ দোয়া- মাহফিলের আয়োজন করা হয়েছে । এসময় নিহতের পরিবারের সদস্য, আত্নীয় স্বজন এলাকাসি ও মুসল্লিরা মোনাজাতে অংশ নেয়।
নিহতের পুত্র ও জাসাস নেতা জমির বখশ জানান, ১৯১৮ সালে ৭ আগস্ট আমার পিতা মোহাম্মদ জলিল বখশ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তুরাগের রাজাবাড়ী (বাইলজুরি) এলাকার মরহুম ইমাম বখশ এর পুত্র ছিলেন তিনি।
তুরাগে জলিল বখশ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত: দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
