Daily Gazipur Online

তুরাগে দিন-দুপরে দুর্ধর্ষ চুরি

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ধউর এলাকায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এক বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে । এসময় চোরেরা ১১ ভরী স্বর্ণালংকারসহ নগদ চার লাখ ১১হাজার টাকা নিয়ে গেছে বলে জানা যায় । পুলিশ ও এলাকাবাসী স‚ত্রে জানা যায়, ২৪শে জুন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর প‚র্ব পাশে, মৃত জাফর মিয়ার স্ত্রী বাড়িওয়ালী জোসনা বেগম জরুরী প্রয়োজনে কামার পাড়া এলাকায় একটি ব্যাংকে যান । কাজ শেষে দুপর ১২টার দিকে বাসায় এসে দেখতে পান, তার রুমের ও পাশের এক ভাড়াটিয়ার রুমের দরজার তালা ভাঙ্গা । এ সময় তিনি রুমে প্রবেশ করে দেখেন সমস্ত মালামাল তছনছ করে, আলমারির তালা ভেঙে সাড়ে দশ ভরী স্বর্ণালংকার, নগদ চারলাখ টাকা এবং পাশের ভাড়াটিয়ার রুম থেকে ১ জোড়া কানের দুল ও ১১ হাজার টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে । সাথে সাথে বাড়িওয়ালী জোসনা বেগম এই ঘটনায় তুরাগ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে থানার এস আই অমল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে জানতে তুরাগ থানার উপ- পরিদর্শক ( এস আই ) অমল কুমার বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে । ব্যাপারটি আমরা গভীর ভাবে খতিয়ে দেখছি । তিনি আরও জানান, ইতি মধ্যে ঐ বাড়ির আশপাশের মিল ফ্যাক্টরির সিসি ক্যামেরার ফুটেজ দেখা সহ আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই চোর চক্রটিকে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।