Daily Gazipur Online

তুরাগে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ১ম বর্ষপূর্তি পালিত

তুরাগ (ঢাকা) প্রতিনিধিঃ “দৈনিক নাগরিক ভাবনা নিয়ে, নতুন ভাবনা” এই শ্লোগানের মাধ্যমে রাজধানীর তুরাগে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রথম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার (২৪ শে ফেব্রয়ারি ) রাত ৮টার দিকে রাজধানীর তুরাগে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার কলাম লেখক মোল্লা তানিয়া ইসলাম তমার বাসায় পত্রিকাটির পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতে, কেক কাটার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয় । এর পর শুরু হয় আলোচনা সভা । উক্ত আলোচনা সভায় কলাম লেখক মোল্লা তানিয়া ইসলাম তমা বলেন, “দৈনিক নাগরিক ভাবনা” প্রথম বছর পেরিয়ে ২৩ফেব্রæয়ারি ২০২১ইং, দ্বিতীয় বছরে পদার্পণ করেছে । বিগত ২০২০ইং সনের ২৩ ফেব্রæয়ারি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ রিফান আহম্মেদের প্রকাশনায় এবং আফরোজা সিদ্দিকার সম্পাদনায় পত্রিকাটির প্রকাশনার সূচনা হয় । তারপর নানা প্রতিক‚লতা অতিক্রম করে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে দৈনিক নাগরিক ভাবনা । কিন্তু এই এক বছরে যতটুকু পথ পাড়ি দেয়ার কথা তার চেয়ে কয়েক গুন পথ বেশি পাড়ি দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে পত্রিকাটি । এই পত্রিকাটির সাথে যুক্ত রয়েছেন দেশের খ্যাতিমান একঝাক প্রবীণ ও নবীন কলম সৈনিক । তাই দ্রæত দেশের গÐি পেরিয়ে বিদেশি পাঠকদের হৃদয়েও জায়গা করে নিতে সক্ষম হবে পত্রিকাটি । উপস্থিত অতিথিদের অনুরোধে বক্তব্য রাখেন মোল্লা তানিয়া ইসলাম তমার মা, মোছাঃ রানি বেগম । তিনি তার বক্তব্যর শুরুতেই দৈনিক নাগরিক ভাবনা’র বর্ষপূর্তিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ রিফান আহম্মেদের প্রকাশনায় এবং আফরোজা সিদ্দিকার সম্পাদনায় মাত্র ১বছরে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দৈনিক নাগরিক ভাবনা । আর এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় কর্মরত বিচক্ষণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখনির কারনেই সকালে অনেকেই বসে থাকেন পত্রিকাটির অপেক্ষায় । দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা দেশ বিদেশের বিভিন্ন সংবাদ নিরপেক্ষতার সাথে প্রকাশ করে তার বস্তুনিষ্ঠতায় সুনাম কুড়িয়েছে । আমি বিশ্বাস করি আগামীতে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা দেশের শীর্ষে অবস্থান করবে । অনেক চড়াই- উৎরাই, বাঁধা পেরিয়ে নিজেদের নিরপেক্ষতা ধরে রেখেই পাঠকের আস্থা অর্জন করে চলছে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা । অচিরেই দেশের গÐি পেরিয়ে দেশের বাইরেও সাড়া জাগাবে এবং আলোড়ন সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে রাত ১০টার দিকে এক প্রীতিভোজের মাধ্যমে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।