
এস. এম. মনির হোসেন জীবন : ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ, বৃহত্তর উত্তরা তুরাগ শাখার উদ্যোগে আজ শনিবার দুপুরে রাজধানীর তুরাগের খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এক গনসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও তুরাগ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ মো: নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএনসিসি ৫২, ৫৩ ও ৫৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর কমলা রানী মুক্তা।
ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ, উত্তরা তুরাগ শাখার সভাপতি হাজী মো: আবুল হাসেম এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুরাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো: নাজিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আব্দুল আজিজ, উত্তরা তুরাগ ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মোস্তফা মাতাব্বর, সাধারণ সম্পাদক মো: রানা আহমেদ, উত্তরা তুরাগ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মুনছুর আহমেদ, সিনিয়র সহসভাপতি মো: জামাল হাওলাদার, মালিক সমিতির নেতা হাজী মো: মিজানুর রহমান, মো: রহম আলী, মো: শুক্কুর আলী, হাবিল শরীফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তুরাগ থানা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন নাছিম।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচছাসেবকলীগ সহ সহযোগী অংগসংগঠনের নেতাকর্মী, উত্তরা তুরাগ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ,ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ মো: নাছির উদ্দিন বলেন, আমি আপনাদের সেবক হিসেবে আগামী দিনে কাজ করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে দ্বিতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি একজন বীর মুক্তিযোদ্বা। আগামী দিনে আমি ৫৩ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ , আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো,ইনশাআল্লাহ।
এসময় তিনি হুশিয়ারী উচচারণ করে বলেন, আমি আপনাদের সকলকে নিয়ে আগামীতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড গড়ে তুলবো। এখানে কোন মাদক ব্যবসায়ীদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। যে অপরাধ কর্মকান্ড করবে তাকেই শাস্তি পেতে হবে। তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডে অপরাধীদের ঠাই হবেনা।
এসময় নবনির্বাচিত দুই ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: নাছির উদ্দিন ও মহিলা কাউন্সিলর কমলা রানী মুক্তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।






