Daily Gazipur Online

তুরাগে বিপুল পরিমান চোরাই তেল উদ্ধার, মুল হোতাসহ গ্রেপ্তার ৪

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে আব্দুল্লাহপুর- নবীনগর মহাসড়কের পাশে ভাটুলিয়া এলাকার কুদ্দুসের চোরাই তেলের আস্তানায় অভিযান চালিয়ে ৭ হাজার লিটার চোরাই তেল (ডিজেল ), একটি জ্বালানী তেল বাহী লড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মট্েেরা-দ-৪২-০১৭২, দুইটি মিনি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্েেরা-ন-১৭-৭১৬৪ ও ঢাকা মেট্েেরা -ন-১৩-১৩৫৭, ডিজেল ভর্তি ১৬ টি ড্রাম জব্দ করেছে তুরাগ থানা পুলিশ । এসময় এই চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয় । জব্দকৃত জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৪,৫৫,০০০টাকা । গ্রেপ্তার হওয়া চোরাই জ্বালানি তেল চক্রের সদস্যরা হলো ১/ মুল হোতা কুদ্দুস মাতব্বর (৪৫), পিতা -মৃত মোবারক মাতব্বর, সাং- পূর্ব বালিগ্রাম, থানা-ডাসার, জেলা -মাদারীপুর । বর্তমান সাং-বেড়িবাঁধ রাস্তার পার্শে ভাটুলিয়া, থানা-তুরাগ, ঢাকা । ২/ মোঃ ইউনুস আলী (২৪), পিতা -মোঃ নুরু, সাং-দক্ষিণ সিবের কুটি, থানা ও জেলা- লালমনিরহাট, র্বতমান সাং-জামগড়া, দেলোয়ার ভান্ডারীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া জেলা –ঢাকা ।

৩/ অনন্ত (২৪), পিতা -জনি সাংমা, সাং-চন্দ্রকোনা, থানা-ধোবাউড়া, জেলা –ময়মনসিংহ, বর্তমান সাং-জামগড়া, ছাত্তার মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা । ৪/ মোঃ নান্নু মিয়া (১৯) পিতা- মোঃ ফারুক, সাং-মৌজা আলীর বাড়ী, থানা ও জেলা –গাইবান্ধা, বর্তমান সাং-নরসিংহপুর ইছহাক মন্ডলের বাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা । ৫/ নাসির মিয়া (৩২) ( পলাতক ), (সেফটি সুপার ভাইজার), পিতা ও ঠিকানা অজ্ঞাত । এই ব্যাপারে গ্রেপ্তারকৃত ৪জনসহ মোট ৫ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ১৩ । মামলা সুত্রে জানা যায়, ১৫/০৭/২০২০ইং তারিখ দিন গত রাতে রাজধানীর গাবতলী এলাকার একটি পাম্প হইতে ১০,০০০ লিটার ডিজেল ভরে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের ৩ নং টার্মিনালে যাওয়ার কথা থাকলেও রাত ৪ টার সময় উক্ত তেলবাহী লরিটি তুরাগ থানাধীন ভাটুলিয়া বেড়িবাঁধ মেইন রোডের পাশেই ১ নং আসামী কুদ্দুস মাতব্বরের চোরাই তেলের দোকানের সামনে পলাতক আসামী নাসির মিয়ার কাছে লড়িটি রাখিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় ড্রাইভার শাহজাহান । এসময় উপরোক্ত সকল আসামীগনসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন মিলিয়া পরস্পর যোগসাজেসে উক্ত লড়ি হইতে ডিজেল নামাইয়া ২ নং আসামী ইউনুস এর পিকআপে ১৬টি ড্রামে অনুমান ৩২০০ লিটার ডিজেল ভর্তি করিয়া যাওয়ার সময় তাৎক্ষনিকভাবে ড্রাইভার শাহজাহান থানা পুলিশের সহায়তায় উপরোক্ত ১ হইতে ৪ নং আসামীগনকে আটক সক্ষম হয় এবং ০৫ নং আসামীসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালাইয়া যায় । আটককৃত আসামীগনের দখল হইতে উপরোক্ত মালামাল উদ্ধার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ বলেন, উক্ত মামলার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে ১৬ জুলাই আদালতে প্রেরণ করলে মহামান্য আদালত জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন । বর্তমানে আটককৃত ৪জন থানা হাজতে রয়েছে । জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আগামীকাল ( ১৮ জুলাই ) আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।