Daily Gazipur Online

তুরাগে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক :পানিতে বসবাসকারী বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের প্রচেষ্টায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা উত্তরের উদ্যোগে আজ সকালে রাজধানীর তুরাগের ধউর এলাকায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও ত্বকের যত্নের সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক দরিদ্র বেদে সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র ও ত্বকের যত্নের সামগ্রী বিতরণ করা হয়। বর্তমানে এরা ডাঙ্গায় এসে ঘর বানালেও এদের ঘরের আকৃতি নৌকার মতই। তীব্র শীতেও পলিথিনের বেড়ায় ঢাকা ঘরে বসবাস এদের। এখনো তারা সাপ খেলা দেখায়, সনাতন পদ্ধতিতে সনাতন ধারণা নিয়ে কখনো দাঁতের পোকা বের করা, সিংগা লাগানো ইত্যাদি কুসংস্কারের মধ্যে দিন কাটাচ্ছে তারা। মূলত নিরুপায় হয়েই এ পেশা চালিয়ে যাচ্ছে তারা। এদের জীবনমান উন্নয়নের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো শিক্ষা। মূলত তাদের জীবনমান উন্নয়নের জন্যই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা উত্তরের উদ্যোগে এ শীতবস্ত্র ও ত্বকের যতেœর সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন” ঢাকা উত্তরের সভাপতি খালেদা আহমেদ, ইনস্টিটিউট অফ কালচার এডুকেশন এন্ড রিসার্চ এর প্রেসিডেন্ট লুৎফা হাসান রোজী, মাকছুদা আক্তার জুমুর, এ্যাডভোকেট সায়েদা ফেরদুসআরা, ফরিদা নার্গিস ও ফেরদুসি লিনা। এছাড়াও খুব শীঘ্রই এই বেদে পল্লীর শিশুদের শিক্ষাদানের জন্য একটি স্কুল নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে “বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন”।