
ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তুরাগে রোজাদারদের সম্মানে সোহেল প্যাকেজিংয়ের কর্ণধার মোঃ আসলাম উদ্দিন খানের” উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার বাদ আছর তুরাগের ধউর চৌরাস্তা সংলগ্ন সোহেল প্যাকেজিংয়ের ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে এতিম, দুস্ত ও এলাকার বিপুল সংখ্যক রোজাদার একত্রিত হয়ে, দেশ জাতির শান্তি কামনায় এবং অত্র প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোহেল প্যাকেজিংয়ের কর্ণধার মোঃ আসলাম উদ্দিন খান, তুরাগ থানা আওয়ামীলীগের সহ সভাপতি, বীর – মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক সাহেবের সুযোগ্য সন্তান, জননেতা মোঃ আব্দুল লতিফ,আওয়ামীলীগ নেতা মোঃ বাছের মিয়া, সমাজ সেবক মোঃ বিলাল হোসেন সহ বিপুল সংখ্যক রোজাদার ব্যাক্তিবর্গ ও উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী । সোহেল প্যাকেজিংয়ের কর্ণধার মোঃ আসলাম উদ্দিন খান তার বক্তব্যে বলেন, উম্মতে মুহাম্মাদির জন্য প্রতি বছর এই পবিত্র মাস এক শুভ উপলক্ষ। তাদের জন্য অপরিসীম প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদত ও নেক আমলের মওসুম রমজান মাস। তবে এ মাসের প্রধান ইবাদত সিয়াম বা রোজা । সিয়াম শব্দের আভিধানিক অর্থ সংযমী হওয়া, নিবৃত্ত থাকা। ইসলামী শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে স‚র্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার ও কামাচার থেকে নিবৃত্ত থাকার নাম সিয়াম। রমজানের পুরো মাস সিয়াম পালন করা ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের এশটি । আলাহর নবী সালালাহু আলাইহি ওয়া সালাম মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে রমজানের সিয়াম পালনের বিধান নিয়ে নাজিল হয় কুরআন মজিদের স‚রা বাকারার ১৮৩ নম্বর আয়াতটি। ঘোষণা করা হয়, হে মুমিনরা, তোমাদের প্রতি সিয়াম পালন আবশ্যিক করা হলো যেমন তা আবশ্যিক করা হয়েছিল তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো । এ আয়াত নাজিল হওয়ার পর প্রথম রমজান আগমনের আগে আলাহর নবী তার সাহাবায়ে কেরামের উদ্দেশে এক নাতিদীর্ঘ ভাষণ দেন। হাদিস শাস্ত্রের অন্যতম প্রসিদ্ধ মনীষী ইমাম বায়হাকিসহ বেশ কয়েকজন মুহাদ্দিস তাদের গ্রন্থে এটি সঙ্কলন করেছেন। এতে তিনি রমজানের গুরুত্ব, মাহাত্ম্য ও করণীয় সম্পর্কে উম্মতকে অবহিত করেন । হজরত সালমান ফারসি রাজিয়ালাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ ভাগে একদিন রাস‚লুলাহ সা: আমাদের উদ্দেশে ভাষণ দিলেন। বললেন, হে লোকেরা, তোমাদের ওপর এসে পড়েছে এক মহান মাস, বরকতময় মাস। এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আলাহ তায়ালা এ মাসের সিয়াম ফরজ ও (ইবাদতের উদ্দেশ্যে) রাতে জেগে থাকা ঐচ্ছিক করেছেন। এতে যে ব্যক্তি কোনো নেক কাজের মাধ্যমে আলাহর নৈকট্য লাভের চেষ্টা করবে, তার জন্য থাকবে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান প্রতিদান। আর যে ব্যক্তি এতে একটি ফরজ আদায় করবে, তার জন্য থাকবে অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সমান প্রতিদান। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য রয়েছে পাপমোচন ও জাহান্নাম থেকে মুক্তি এবং রোজাদারের মতোই তাকে প্রতিদান দেয়া হবে।






