Daily Gazipur Online

তুরাগে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখা উদ্বোধন করা হয়েছে । রবিবার ( ২০শে আগস্ট) দুপুর ১২টায় তুরাগের ধউর গুলগোলার মোড় সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয় । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল লতিফ, কাজি নাসির উদ্দিন, মোঃ রানা আহমেদ, আসলাম হোসেনসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ধউর শাখার স্বত্বাধিকারী মোঃ বিল্লাল হোসেন ।