Daily Gazipur Online

তুরাগে মারা যাওয়ার ১০বছর পর এক হিজড়া স¤প্রদায়ের লাশ উত্তোলন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ১০ বছর আগে মারা যাওয়া মীর ওরফে পিংকি নামের এক হিজড়া স¤প্রদায়ের লাশ উত্তোলন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজাবাড়ি পুকুরপাড় এলাকার একটি কবর থেকে উক্ত ব্যক্তির লাশ উত্তোলন করা হয় । মামলা স‚ত্রে জানাযায়, প্রায় দশ বছর আগে (৮ মার্চ ২০১২) জামালপুর জেলার, ইসলাম পুর থানার, বটচরে হিজড়া স¤প্রদায়ের একটি ঘরোয়া আলোচনায় ৮/১০ জনের অতর্কিত হামলায় গুরুতর আহত হন মীর ওরফে পিংকি নামের এক হিজড়া । এসময় তার মৃত্যু নিশ্চিত করতে মামলার আসামী, আপন ওরফে সোহেল(৩২), জুমা ওরফে সবুজ(৪৮), আব্বাস উদ্দিন আশিক(৩২), সজীব ওরফে শোনালী(৩৫), রিফাত ওরফে শ্যাম(৩০), মিন্টু ওরফে সালমা (৩৫), সোহাগ ওরফে সোনালী(৩৫), শান্তা (৩৫) জোরপ‚র্বক তাকে বিষপান করিয়ে হত্যা করে । তার একদিন পর উক্ত আসামীরা রাজধানীর তুরাগে তার লাশ ফেলে যায় । তারপর তুরাগের রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় নিহত পিংকির লাশ দাফন করা হয় । উক্ত ঘটনায় গত ৩০ মে নিহতের বোন শাহনাজ বেগম জামালপুর জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং -১২৬(০২) ২০২২) । পরে আদালতের নির্দেশ মঙ্গলবার ( ৬ই সেপ্টেম্বর) তুরাগের রাজাবাড়ি পুকুরপাড় এলাকার একটি কবর থেকে উক্ত ব্যক্তির লাশ উত্তোলন করা হয় । এসময় উপস্থিত ছিলেন, জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভ‚মি) কাউছার হামিদ, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি, জামালপুর) এর এস আই মহির উদ্দিন খান এবং তুরাগ থানার এস আই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি টিম ।