তুরাগে র‌্যাবের এনকাউন্টারে শীর্ষ মাদক কারবারি নিহত

0
254
728×90 Banner

মোঃ ইলিয়াছ মোল্লা: রাজধানীর তুরাগে ডিয়াবাড়ি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১এর এনকাউন্টারে গাঁজা আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি তুরাগের শীর্ষ মাদক কারবারি । তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৭টির মত মাদক মামলা রয়েছে । মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। র‌্যাব -১–এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । নিহত আলম ওরফে গাঁজা আলম (৫০) তুরাগের রাজাবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে । র‌্যাব -১–এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, দিয়াবাড়ি এলাকায় চার-পাঁচজন মাদক কারবারি মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছে গোপন সূত্রে এ খবর পেয়ে রাত দুইটার পর সেখানে র‌্যাব -১–এর একটি টহল দল যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে, মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । পরে এলাকার লোকজন নিহত ব্যক্তিকে এলাকার শীর্ষ মাদক কারবারি আলম ওরফে গাঁজা আলম বলে শনাক্ত করেন । তিনি আরও জানান, আলমের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৭টির মত মামলা রয়েছে । র‌্যাবের দাবী বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here