তুরাগে র‌্যাবের হাতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

0
324
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি অভিযানিক দল । বুধবার ( ৪ মার্চ ) ভোরে তুরাগের ধউর বেড়িবাধ এলাকা হতে- মোস্তফা কামাল ওরফে লিটন, শাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, নাছির উদ্দিন, আলমগীর শেখ, শফিকুল ইসলাম নামে ৬ ভুয়া ডিবি ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে র‌্যাব । এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ এবং ভূয়া পুলিশ আইডিকার্ড উদ্ধার করে র্যা ব । বুধবার সকালে র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল­াহ বুলবুল। তিনি জানান, বুধবার ভোরে র‌্যাব-১ এর একটি অভিযানিক টহল দল রাজধানীর তুরাগে টহল দিচ্ছিল। এ সময় তুরাগের ধউর বেড়িবাধ এলাকায় একটি মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় ৮ থেকে ১০ জনের একটি দল রাস্তায় গাডি থামানোর চেষ্টা করে । এতে করে র‌্যাব সদস্যদের সন্দেহ হলে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত দলটিকে চ্যালেঞ্জ করে র‌্যাব সদস্যরা । তখন তাদের কয়েকজন দ্রুত মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেলেও ধরা পডে ৬ জন । প্রাথমিক ভাবে জানা গেছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য । র‌্যাব-১ এর অধিনায়ক আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে ঢাকা ও আশপাশের জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here